ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঝালকাঠি চেম্বারের নির্বাচন স্থগিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

ঝালকাঠি: ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েট গ্রুপের নির্বাচন আদালতের নির্দেশে বুধবার স্থগিত করা হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশনায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার চেম্বারের অ্যাসোসিয়েট গ্রুপের দুইটি পদে নির্বাচন হওয়ার কথা ছিল। এ নির্বাচনে জালাল আহম্মেদ ও ফেরদৌস আহমেদের প্রার্থিতার বৈধতা নিয়ে আবুল কালাম জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। আপিলের শুনানি শেষে মঙ্গলবার আদালত সংশ্লিষ্টদের কাছে চেম্বার নির্বাচনের সকল কার্যক্রম কেন স্থগিত করা হবে না ৫দিনের মধ্যে তা জানতে চেয়ে নোটিশ দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা হলেন- চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) খোন্দকার মোস্তাফিজুর রহমান ও নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এনডিসি ড. মিজানুর রহমান।
এর আগে বাদীর প থেকে নির্বাচনী কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে উকিল নোটিশও পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২৫ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।