ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হাইপারটেনশনের ওষুধ কার্ভোডিলল রপ্তানি শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর অাগে ২০১৫ সালের নভেম্বরে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে প্রোডাক্ট অ্যাপ্রুভাল লাভ করে কোম্পানিটি।

 

দেশের প্রথম কোনো কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করলো বেক্সিমকো।

ওষুধ রপ্তানি উপলক্ষে বৃহস্পতিবার (০৪ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী অাবুল মাল অাবদুল মুহিত, সম্মানিত অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।

এসময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, এর আগে অামাদের অনেক ধরনের পণ্য আমেরিকার বাজারে প্রবেশ করেছে। প্রথমবারের মতো ওষুধ প্রবেশ করছে। এটা বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার, যেখানে অনেক নিরীক্ষার পর পণ্য প্রবেশের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের জন্য এটা যেমন বড় সুযোগ, তেমনি বড় চ্যালেঞ্জও। ম্যানুফেকচারিংয়ের মানের বিষয়টিও এক্ষেত্রে বিবেচনায় রাখতে হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।