ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসে শ্রমিক ধর্মঘট অব্যাহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসে শ্রমিক ধর্মঘট অব্যাহত ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: মজুরি বৃদ্ধির দাবিতে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলসে শ্রমিক ধর্মঘট চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। এতে উৎপাদন বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে মিলটি।

 

কাজে যোগ না দিয়ে বৃহস্পতিবার সকালে মিলের প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনরত শ্রমিকরা।

১২০ টাকা থেকে মজুরি বৃদ্ধি করে ৩০০ টাকায় উন্নীতকরণ, ঈদ বোনাস, প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন-ভাতা ও মিলের টেকনিক্যাল ম্যানেজার খলিলুর রহমানের অপসারণের দাবিতে এ ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

সুন্দরবন টেক্সটাইল মিলসের শ্রমিক পবিত্র মণ্ডল বাংলানিউজকে জানান, দিনপ্রতি তাদের ১২০ টাকা মজুরি দেওয়া হয়। এক বছর ধরে তারা মিল কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু তাদের কথায় কর্ণপাত করছে না মিল কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে ১ আগস্ট সকাল থেকে তারা কাজ বন্ধ করে রাজপথে নেমেছেন।

এ ব্যাপারে ব্যবস্থাপক আবু হানিফ বাংলানিউজকে জানান, মিলটি চলছে সার্ভিস চার্জের ভিত্তিতে। শ্রমিক ধর্মঘটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোন নির্দেশনা আসেনি।

শ্রমিকদের অনুরোধ করেও কাজে ফেরানো যায় নি। চারদিন ধরে কাজ বন্ধ থাকায় মিলের প্রচুর টাকা লোকসান গুণতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।