ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় কর্মসংস্থান ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
খুলনায় কর্মসংস্থান ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: কর্মসংস্থান ব্যাংক খুলনা আঞ্চলিক শাখা ২০১৫-২০১৬ অর্থবছরে ঋণ দেওয়া ও আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

ব্যাংকটিতে গত অর্থবছরে ঋণ দেওয়ার টার্গেট দেওয়া হয়েছিলো ২ হাজার ৪শ ৬৭ কোটি টাকা।

তারা ঋণ দিয়েছে ২ হাজার ৫শ ৬৫ কোটি টাকা। ঋণ আদায়ে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিলো ১ হাজার ৯শ ৫২ কোটি টাকা। ব্যাংকটি আদায় করেছে ২ হাজার ৩শ ৩০ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অর্জন করায় চলতি ২০১৬-২০১৭ অর্থবছরে ঋণ দেওয়ায় ৪ হাজার ৬০১ কোটি এবং ঋণ আদায়ে ৩ হাজার ১৩৩ কোটি টাকা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুরে মহানগরীর আভা সেন্টারে কর্মসংস্থান ব্যাংক খুলনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলের অঞ্চলভিত্তিক শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী ব্যবসায়িক পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

খুলনা আঞ্চলিক ব্যবস্থাপক জিএম রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশাসন ও পরিচালক মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল মাওলা।

বিশেষ অতিথি ছিলেন ঋণ আদায়, আইন ও গবেষণা বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (বিভাগীয় দায়িত্বে) মাহবুবুর রহমান।

সভাপতিত্ব করেন যশোর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন (এসপিও) ও কুষ্টিয়া আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মাদ মাসুদুর রহমানসহ তিন অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
এমআরএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।