ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল কাস্টমসে রাজস্ববোর্ড ও এফবিসিসিআই প্রতিনিধির বৈঠক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বেনাপোল কাস্টমসে রাজস্ববোর্ড ও এফবিসিসিআই প্রতিনিধির বৈঠক 

বেনাপোল (যশোর): জাতীয় বাজেট বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউজে রাজস্ববোর্ড ও এফবিসিসিআই প্রতিনিধির সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের বৈঠক হয়েছে।  

শনিবার (০৬ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ববোর্ডের (এনবিআর) সদস্য কাস্টমস নীতি-১ ফরিদ উদ্দিন আহম্মদ। এসময় অনেকের মধ্যে এফবিবিসিআই এর সভাপতি নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান মতলুব আহম্মেদ, কাস্টমসের অতিরিক্ত কমিশনার ফিরোজ আহম্মেদ, যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান, সিঅ্যান্ডএফ সভাপতি মফিজুর রহমান সুজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বক্তব্য রাখেন।

একটি সূত্র জানায়, এই বৈঠকে জাতীয় বাজেট বাস্তবায়ন, আমদানি-রফতানি বাণিজ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনসহ বন্দরে পণ্য খালাস নিয়ে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।