ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সীমান্ত ব্যাংক তালিকাভুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
সীমান্ত ব্যাংক তালিকাভুক্ত

ঢাকা: সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে নতুন একটি বাণিজ্যিক ব্যাংক স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তফসিলি ব্যাংক হিসেবে গত ২১ জুলাই ব্যাংকটিকে ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ নামে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যা চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২’র ৩৭ (২) (এ) এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই-২০১৬ বৃহস্পতিবার থেকে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো। নতুন এ ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন থাকবে ১০০ কোটি টাকা।

নতুন এই ব্যাংকসহ বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা এখন পর্যন্ত ৫৭টি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।