ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
ঢাকা কাস্টমস বন্ড কমিশনারকে বদলি

ঢাকা: রাজস্ব প্রশাসনের অধিকতর গতিশীলতা, সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় ঢাকা কাস্টমস বন্ড কমিশনারকে বদলি করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১১ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর প্রশাসন) এম ইদ্রিস সিদ্দিকী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।


 
প্রজ্ঞাপনে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. সাইফুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে সংযুক্তির আদেশ দেওয়া হয়।
 
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনাল, ঢাকার সদস্য ফৌজিয়া বেগমকে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
 
এর আগে চট্টগ্রাম কর আপিল অঞ্চল, গাজীপুর কর অঞ্চল, নারায়ণগঞ্জ কর অঞ্চল ও কুমিল্লা কর অঞ্চলের কমিশনারের দফতর বদলের প্রজ্ঞাপন জারি করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
আরইউ/এএসআর

**  চার কর কমিশনারের দফতর বদল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।