ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চরাঞ্চলে স্বাস্থ্য সেবা দিতে এমটিবি-এমআরডিআই’র যৌথ উদ্যোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
চরাঞ্চলে স্বাস্থ্য সেবা দিতে এমটিবি-এমআরডিআই’র যৌথ উদ্যোগ

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী জনগোষ্ঠীকে দারিদ্রের চক্র থেকে বের করে আনার সফল প্রচেষ্টাকে বাধাগ্রস্থ করছে। এ সমস্যার সমাধানকে আমাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা এমন মতামত দেন।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান এবং এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং এমআরডিআই’র পরিচালনা পর্ষদের সদস্য রোকেয়া আফজাল রহমান।

চুক্তি অনুযায়ী ভোলার চর ফ্যাশন উপজেলার চর পাতিলায় নারীদের জন্য একটা প্রশিক্ষণ ও স্বাস্থ্য কেন্দ্র স্থাপনে এমটিবি এক কোটি ৭০ লাখ টাকা দিবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এমআরডিআই পরিচালিত একটা জরিপ থেকে এখানকার মানুষের জীবন-জীবিকা ও স্বাস্থ্য সেবার চাহিদার বিষয়টি বের হয়ে আসে। এ জরিপের ফলাফল থেকেই জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির শিকার দারিদ্র পীড়িত এ এলাকাটিকে কাজের জন্য বেছে নিয়েছে এমটিবি-এমআরডিআই।

প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে উপকূলবর্তী এ প্রত্যন্ত গ্রামের নারীদের সেলাই ও সূচি কাজে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। যা পরিবারের জন্য অর্থ উপার্জনে তাদের সক্ষম করে তুলবে।

এ উদ্যোগটিকে টেকসই করার লক্ষ্যে এখানে প্রশিক্ষিত নারীদের সমন্বয়ে একটা সমিতি গঠন করা হবে। এখান থেকে গ্রামবাসীকে সাধারণ স্বাস্থ্য সেবা এবং নারীদের নিরাপদ মাতৃত্ব সেবা দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মীকে প্যারামেডিক্স প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ স্বাস্থ্য সেবা কেন্দ্রটিকে চর ফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত করা হবে যেন প্রয়োজনীয় ক্ষেত্রে রোগীকে সেখানে পাঠানো যায়।


রোকেয়া আফজাল রহমান এ উদ্যোগের প্রশংসা করেন এবং জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষের কাছে সরাসরি সেবা পৌঁছে দিতে করপোরেট সেক্টরকে আরও বড় পরিসরে সিএসআর কর্মকাণ্ড পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এ উদ্যোগের মতো বিগত কয়েক বছরে দেশের ব্যাংকগুলো সিএসআর’র কিছু ভাল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যান্য ব্যবসা খাতের অনুসরণ করা উচিৎ।


আনিস এ খান সিএসআর তহবিলের সঠিক স্থানে সঠিক ব্যবহার এবং জনগোষ্ঠীর উপর এর টেকসই প্রভাবের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক কয়েক বছর ধরে প্রত্যন্ত চর এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্যোগকে সহযোগিতা করে আসছে। ওই জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নকে বেগবান করতে হত দরিদ্রদের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত রাখতে চাই।


এমআরডিআই’র সিএসআর অ্যাডভোকেসি কার্যক্রমের উল্লেখ করে হাসিবুর রহমান বলেন, পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য এবং জীবন-জীবিকার উন্নয়নে আমাদের এ উদ্যোগে এমটিবি’র অব্যাহত সহযোগিতা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কাছে একটা দৃষ্টান্ত হতে পারে। বিশেষ করে যারা সিএসআর তহবিলের সর্বোত্তম ব্যবহার দেখতে চান এ উদ্যোগ তাদের উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।