ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারি চাল সংগ্রহে বরাদ্দ ও সময় বৃদ্ধি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সরকারি চাল সংগ্রহে বরাদ্দ ও সময় বৃদ্ধি

নওগাঁ: সরকারি চাল সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁ থেকে আরো অতিরিক্ত ১৪ হাজার ৪১ মেট্রিক টন চাল নেওয়া হবে। এজন্য সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে।

রোবরার (২১ আগস্ট) দুপুরে নওগাঁ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান।

নওগাঁর ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন বাংলানিউজকে জানান, সকালে নির্দেশনা পাওয়ার পর মিল মালিক নেতাদের নিয়ে জেলা খাদ্যসশ্য ক্রয় কমিটির সভা করা হয়।

তিনি জানান, খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো একটি বার্তার মাধ্যমে অতিরিক্ত বরাদ্দ ও সময় বাড়ানোর নির্দেশনা পাওয়া গেছে। এতে সারাদেশ থেকে আড়াই লাখ মেট্রিক টনের সঙ্গে নওগাঁর ১১টি উপজেলার মিলারদের কাছ থেকে আরো ১৪ হাজার ৪১ মেট্রিক টন চাল সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। এজন্য সময় বাড়িয়ে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

প্রথম ধাপের বরাদ্দে নওগাঁ থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৯৩২ মেট্রিক টন। সময়সীমা ছিল ৩১ আগস্ট পর্যন্ত। এতে মিলাররা অতিরিক্ত বরাদ্দ পেতে ও সময় প‍ুনঃনির্ধারণের জন্য খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেন।

নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, সময় বাড়ানো খুব জরুরি ছিলো। এতে আউসের নতুন ধান থেকে চাল করে সময়মতো সরকারি গুদামে সরবরাহের সুযোগ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।