ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পরিত্যক্ত কাগজ রিসাইকেল করবে বসুন্ধরা পেপার মিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
পরিত্যক্ত কাগজ রিসাইকেল করবে বসুন্ধরা পেপার মিল ছবি:দিপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সবুজ পৃথিবী গড়তে আরও একধাপ এগিয়ে গেল দেশের বৃহত্তম শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ‘বসুন্ধরা পেপার মিলস’ এখন থেকে পরিত্যক্ত কাগজ রিসাইকেল করবে।

এ লক্ষ্যে সোমবার বিকেলে (২২ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার্স-২ এ বসুন্ধরা পেপার মিলস-এর সঙ্গে ডাটা ফোর্ট লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর হয়।

বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ডাটা ফোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ খসরু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএমডি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,  আমরা ভালো একটা উদ্যোগ নিতে যাচ্ছি। এখন থেকে ওয়েস্টেজ পেপার রিসাইকেল করবো। এতে সবুজ পৃথিবী গড়ে উঠবে। পরিত্যক্ত কাগজ সাধারণত আগুনে পুড়িয়ে ফেলা হয়। ফলে একদিকে যেমন পরিবেশের ক্ষতি, অন্যদিকে আর্থিক ক্ষতি। এই ক্ষতির হাত থেকে দেশকে রক্ষায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। আমরা সবুজ পৃথিবী গড়তে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নিতে চাই। ’

এম এইচ খসরু বলেন, আমরা বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের পরিত্যক্ত কাগজগুলো বসুন্ধরা পেপার মিলসকে এনে দেব। বসুন্ধরা এটা রিসাইকেল করবে। এ ক্ষেত্রে দেশ যেমন এগিয়ে যাবে তেমনি পরিবেশও দূষণের ‍হাত থেকে রক্ষা পাবে। পরিত্যক্ত কাগজ আর আগুনে পুড়বে না। ’

তিনি আরও বলেন, এখনও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিত্যক্ত কাগজগুলো পুড়িয়ে ফেলে। এতে কার্বন নির্গত হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। কিন্তু রিসাইকেল করলে তা আর হবে না। আবার একই কাগজ পুনরায় ব্যবহারও করা যাবে। এমন উদ্যোগে বসুন্ধরা পেপার মিলস-এর সঙ্গী হতে পেরে আমরা গর্বিত। ’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের হেড অব ডিভিশন (সেলস) মো. মাসুদুর রহমান, হেড অব ডিভিশন (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মির্জা মুজাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমআইএস/ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।