ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা কনভেনশনে ইগলুর আইসক্রিম উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
বসুন্ধরা কনভেনশনে ইগলুর আইসক্রিম উৎসব

ঢাকা: ইগলুর উদ্যেগে দেশের বৃহত্তম আইসক্রিম উৎসব শুরু হচ্ছে বুধবার (২৪ আগস্ট)। তবে বিগত সময়ের মতো শুধু আইসক্রিমই নয়, এর সঙ্গে উৎসবে যোগ হচ্ছে লাইভ মিউজিক, ছোটদের খেলার আয়োজন, মেহেদি, ট্যাটুসহ আরো আনেক কিছু।

আর এ উৎসবকে বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্যে এবারে ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে দেশের বৃহত্তম কনভেনশন সেন্টার বসুন্ধরাকে।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আইসক্রিম উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন ইগলুর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান।

তিনি জানান, এই উৎসবে দেশের আইসক্রিম প্রেমীরা বিশেষ বিশেষ আইসক্রিমের স্বাদ গ্রহণের অফুরন্ত সুযোগ পাবেন। তারা ৭০০ টাকায় নানা বৈচিত্র্যের ও স্বাদের আইসক্রিম খেতে পারবেন। উৎসবে দেশের খ্যাতনামা ব্যান্ড দল নেমেসিস, জলের গান, চিরকুট ও ইন্দালো'র লাইভ পারফরমেন্সও থাকবে।

উৎসবে থাকছে কিডস জোন, ফান ফটোগ্রাফি, মাসকটস, ইনস্ট্যান্ট ফটো ডিসপ্লে ও ম্যাজিক পারফেরমেন্স। এছাড়াও আগত দর্শণার্থীদের জন্যে ল্যাফেল ড্র, যাতে পুরস্কার হিসেবে রয়েছে এলইডি টিভি, স্মার্টফোন, বাইসাইকেল, ট্যাব ও হোম থিয়েটার। উৎসবে আসতে আগ্রহী কেউ চারটি বা এর চেয়ে বেশি টিকিট কিনতে চাইলে তা ক্রেতার বাসায় পৌছে দেওয়া হবে। আইসক্রিম প্রেমী ও সঙ্গীত পিপাসুরা ২৪ আগষ্ট থেকে ২৭ আগষ্ট প্রতিদিন বেলা ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আনন্দ উপভোগ করতে পারবেন।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ১ নম্বর হল গুলনকশায় চলবে এ উৎসব।

কামরুল হাসান বলেন, আবদুল মোনেম লিমিটেড ১৯৬৫ সাল থেকে বাংলাদেশে সফলতার সঙ্গে ব্যবসা করে আসছে এবং ইগলু আইসক্রিমই বাংলাদেশে একমাত্র হালাল স্বীকৃত আইসক্রিম কোম্পানি। আইসক্রিম তৈরিতে ইগলু ব্যবহার করে গুণগত মান সম্পন্ন কাঁচামাল।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগষ্ট ২৩, ২০১৬
এমএন/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।