ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চার কমিশনারকে বদলি, একজনকে চলতি দায়িত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
চার কমিশনারকে বদলি, একজনকে চলতি দায়িত্ব

ঢাকা: রাজস্ব প্রশাসনে ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’র আওতায় চার কমিশনারকে বদলি ও একজনকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন-১) মো. শামসুদ্দীন স্বাক্ষরিত পৃথক আদেশ জারি করা হয়।

কাস্টম হাউজ, আইসিডি (কমলাপুর) কমিশনার মো. মাসুদুল কবিরকে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
 
ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যপর্ণ পরিদফতরের মহাপরিচালক ফারজানা আফরোজকে কাস্টমস হাউজ, আইসিডিতে (কমলাপুর) বদলি করা হয়েছে।

কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আনোয়ার হোসাইনকে পরবর্তী পদায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
 
মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যানে বদলি করা হয়েছে (কমিশনার চলতি দায়িত্ব)।
 
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (অধিশাখা-৩ শুল্ক) উপ-সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান বিভাগের পরিচালক জাকিয়া সুলতানাকে ঢাকা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে বদলি করা হয়েছে।
 
অপর এক প্রজ্ঞাপনে, চট্টগ্রাম কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মো. আজিজুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (শুল্ক) মোহাম্মদ শফি উদ্দিনকে কাস্টম হাউজ, আইসিডি (কমলাপুর) যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।