ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রয় কমিটিতে পাঁচ প্রস্তাব অনুমোদন  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ক্রয় কমিটিতে পাঁচ প্রস্তাব অনুমোদন  

ঢাকা: চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলি ওয়াটার সাপ্লাই (ফেজ ২) প্রকল্পের আওতায় প্রাইমারি-সেকেন্ডারি-টারসিয়ারি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সার্ভিস কানেকশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই-টু লো ইনকাম কমিউনিটিস: নর্দান অ্যান্ড সেন্ট্রাল পার্টস কর্ণফুলি সার্ভিস এরিয়া শীর্ষক কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে ‘চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন’।  
 
এতে ব্যয় ধরা হয়েছে ৬৭২ কোটি ৬১ লাখ ৯৬ হাজার টাকা।

 
 
বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের একথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  
 
৪৯৮ কোটি ৬৪ লাখ ৬২ হাজার টাকায় একই প্রকল্পের আওতায় ওয়েস্টার্ন পার্টের কাজও করবে ‘চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশন’।
 
ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় এলজিইডির অধীনে ‘বহুমুখী দুযোর্গ আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প’ এর আওতায় বরিশাল জেলায় ৫৮টি সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ পেয়েছে নাভানা কনস্ট্রাকশন লিমিটেড। এতে ব্যয় ধরা হয়েছে ৩৪৫ কোটি ১৩ হাজার টাকা।  
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বাস্তবায়নাধীন ১০টি ড্রেজার, ক্রেনবোট, টাগবোট, অফিসার হাউজবোট এবং ক্র-হাউজবোটসহ অন্যান্য সরঞ্জাম-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্পের আওতায় ১টি টাগবোট, ৫টি ক্রেন, ১টি ক্রু-হাউজবোট ও ৫টি বার্জসহ আনুষঙ্গিক সরঞ্জাম সংগ্রহ কাজের প্রস্তাব অনুমোদন করেছে। ৭৫ কোটি টাকা ব্যয়ে এসব নৌযান সরবরাহ করবে থ্রি অ্যাঙ্গেল মেরিন লিমিটেড।  
 
এছাড়াও বিটিসিএল’র প্রস্তাবিত ‘মর্ডানাইজেশন অব টেলিকমিউনিউকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল কানেক্টিভিটি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরাসরি চীন কর্তৃপক্ষ মনোনীত ঠিকাদার মেসার্স জেডটিই হোল্ডিং কোম্পানি লিমিটেড এবং জেডটিই করপোরেশন থেকে পণ্য ও সংশ্লিষ্ট সেবা এবং কার্য ভৌত সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় ও অর্থনৈতিক শাখা।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।