ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তালিকা হচ্ছে, কর দিতেই হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
তালিকা হচ্ছে, কর দিতেই হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, করসীমার আওতায় থাকার পরও যারা ফাঁকি দেওয়া চেষ্টা করছেন- তাদের তালিকা তৈরি করা হচ্ছে, কর দিতেই হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার ভবনের আরসিআই মিলনায়তনে অনুষ্ঠিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণকে কর দিতে উৎসাহিত করতে প্রতিটি অঞ্চলে কাজ করছে কর বিভাগ। জোর করে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানুষকে করমুখী করতে হবে।

কমিশনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দ‍ুর্নীতি বা সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এসময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এরপর তিনি দেশে প্রথমবারের মতো গঠিত ৫ সদস্যের কর ও ভ্যাট ফোরাম রংপুর কমিটি ঘোষণা করেন।

পাশাপাশি তিন দিনব্যাপী কর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।