ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলইডি টিভির বাজারে ওয়ালটনের নতুন চমক ‘বুম বক্স’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এলইডি টিভির বাজারে ওয়ালটনের নতুন চমক ‘বুম বক্স’

ঢাকা: টেলিভিশনের বাজারে নতুন ও ব্যতিক্রমী মডেলের ২০ ইঞ্চি এলইডি (লাইট অ্যামিটিং ডায়োড) টিভি এনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ওয়ালটন।

স্থানীয় বাজারে ওয়ালটনই সর্বপ্রথম নিয়ে এসেছে এ মডেলের টিভি।

এর অন্যতম বৈশিষ্ট্য হলো দুই পাশে শক্তিশালী সাউন্ড বক্স। যে কারণে গ্রাহকের কাছে এটি ওয়ালটন ‘বুম বক্স’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে।

জানা গেছে, কোরবানি ঈদ উপলক্ষে গত আগস্ট মাসে ওয়ালটন বাজারে নিয়ে এসেছিলো বেশ কয়েকটি নতুন মডেলের এলইডি টিভি। এর মধ্যে রয়েছে- ১৯, ২৪, ২৮ ও ৩২ ইঞ্চির সিলভার ভার্সন এলইডি টিভি। সেই সঙ্গে স্থানীয়ভাবে প্রথমবারের মতো ২০ ইঞ্চির এলইডি টেলিভিশন নিয়ে এসেছে ওয়ালটন। যেটি বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১২ হাজার ৫শ’ টাকায়। সাশ্রয়ী মূল্যে, উচ্চ গুণগতমান, এইচডি (হাই ডেফিনেশন) ডিসপ্লে, দুই পাশে ডলভি সাউন্ড বক্স, শর্ত সাপেক্ষে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, প্যানেল ও আনুষঙ্গিক যন্ত্রাংশে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকায় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের এ নতুন টিভি।

ওয়ালটনের সহকারী পরিচালক ও ‘বুম বক্স’ মডেল ম্যানেজার প্রকৌশলী ফখরুল ইসলাম খান বলেন, অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব তত্ত্বাবধানে কঠোর মান নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে বুম বক্স টিভি। যাতে ব্যবহার করা হচ্ছে আইপিএস (ইন প্ল্যান সুইচিং), এডিএস (অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) এবং এইচএডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) প্রযুক্তির প্যানেল।

এর ফলে দর্শকরা ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল এবং হাই কন্ট্রাস্টের পিকচার দেখতে পাচ্ছেন। এর মাদারবোর্ডে সংযোজন করা হয়েছে পাওয়ার সার্জ প্রোটেকশন এবং ইনডিউচড লাইটেনিং প্রোটেকশন সার্কিট, যা বজ্রপাত ও হাই ভোল্টেজজনিত ক্ষতির হাত থেকে টিভিকে রক্ষা করবে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, ব্যাপক চাহিদার কারণে কারখানায় ‘বুম বক্স’ মডেলের উৎপাদন আরও বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও, এলইডি টিভির বাজারে এরকম ব্যতিক্রমী ডিজাইনের টেলিভিশন সরবরাহের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।