ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাপী অর্থনীতির মূল চালিকা শক্তি এসএমই খাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
বিশ্বব্যাপী অর্থনীতির মূল চালিকা শক্তি এসএমই খাত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

বরিশাল: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এসএমই খাতে অবদান অনেক বেশি। এদেশের মতো অন্যান্য উন্নয়নশীল দেশেও এসএমই খাতের অবদান কম নয়। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিশ্বব্যাপী অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলে ‘বেসিক বিউটিফিকেশন ও বিউটি পার্লার ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

শিল্পমন্ত্রী বলেন, এসএমই হলো সবচেয়ে স্বল্প পূঁজি নির্ভর খাত। এ খাতের বিকাশ ঘটিয়ে অধিক কর্মসংস্থানের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সুযোগ রয়েছে।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় সভাপতি শাহীন আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার ডিজিএম আমজাদ খান, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার এস এম শামীম আনোয়ার, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্ত, রেবেকা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এমএস/এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।