ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিশুদের বিনোদন ওয়ালটনের ডিজিটাল টাচ বোর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
শিশুদের বিনোদন ওয়ালটনের ডিজিটাল টাচ বোর্ড শিশুদের বিনোদন ওয়ালটনের ডিজিটাল টাচ বোর্ড-দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক হয়ে একটু সামেন গেলেই ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। প্যাভিলিয়নে ঢুকতেই হাতের ডান পাশে চোখে পড়ে বড় স্ক্রিনের সামনে একদল শিশু-কিশোরের হই-হুল্লোড়। স্ক্রিনে বিভিন্ন রঙ ব্যবহার করে কেউ নিজের নাম লিখছে, কেউ আবার স্কুলের নাম লিখছে, কেউ খেলছে গেমস। শুধু শিশু-কিশোর নয়, বড়রাও স্ক্রিনের সামনে কৌতুহল নিয়ে দাঁড়িয়ে আছেন।

তাদের কৌতুহলের বস্তুটি হলো ওয়ালটনের ডিজিটাল টাচ বোর্ড। বাংলাদেশে এই প্রথম ওয়ালটন এনেছে ডিজিটাল টাচ বোর্ড।

বাণিজ্য মেলায় ওয়ালটন মেগা প্যাভিলিয়নে এই পণ্যটি প্রদর্শন করা হচ্ছে।

প্যাভিলিয়ন ঘুরে দেখা গেল, ডিজিটাল টাচ বোর্ডের সামনে দর্শনার্থীদের প্রচুর ভিড়। পণ্যটি ঘিরে সব বয়সী মানুষের কৌতুহলের যেন শেষ নেই। বিশেষ করে ডিজিটাল টাচ বোর্ড শিশুদের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কয়েকজন শিশু বোর্ডে কিছু লেখার চেষ্টা করছেন। অভিভাবক ও অপারেটররা শিশুদের লিখতে সহযোগিতা করছেন। এতে শিশুদের আনন্দের পাশাপাশি বড়রাও আনন্দ পাচ্ছেন।

ওয়ালটনের প্যাভিলিয়নে ঢুকলে ডিজিটাল টাচ বোর্ডের কারণে শিশুরা বের হতে চাচ্ছে না। অভিভাবকেরা অনেকটা টেনে হেঁচড়ে তাদের বের করছেন।

ডিজিটাল টাচ বোর্ড শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল শিক্ষাব্যবস্থার অগ্রগতি ও শিশুদের বিনোদনের জন্য অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করে ওয়ালটন কর্তৃপক্ষ। শিশুদের বিনোদন ওয়ালটনের ডিজিটাল টাচ বোর্ড-ছবি: দেলোয়ার হোসেন বাদলওয়ালটনের সার্ভিস ইঞ্জিনিয়ার ও ডিজিটাল টাচ বোর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তা গোপাল ভান্ডারী বাংলানিউজকে বলেন, ওয়ালটন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বিবেচনা করে ডিজিটাল টাচ বোর্ড বাজারে এনেছে। টাচ বোর্ডটি  লেখার বোর্ড, টিভি ও কম্পিউটার মনিটর হিসেবে ব্যবহার করা যাবে। এতে ১২টি কালার রয়েছে। এগুলো ব্যবহার করে লিখতে পারবে। লিখে আবার সেভ করা যাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। টাচ বোর্ডে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ ডিভাইসও রয়েছে।

বাণিজ্য মেলায় ৬৫, ৭৫, ৮৫ ও ৯৮ ইঞ্চি আকারের মোট চারটি মডেলের টাচ বোর্ড প্রর্দশনী করা হচ্ছে। টাচ বোর্ডের দাম ৯ লাখ টাকা। ইতোমধ্যে ক্রেতাদের আগ্রহ দেখা গেছে পণ্যটি ঘিরে। ১৭টি ডিজিটাল টাচ বোর্ডের অর্ডার পেয়েছি বলে জানান গোপাল ভান্ডারী।

বাবা-মায়ের সঙ্গে আট বছর বয়সী মাহি এসেছে মেলায়। ওয়ালটনের প্যাভিলিয়নে ঢুকে সে টাচ বোর্ডের কাছে যায়। এরপর টাচ বোর্ডে একের পর এক নিজের নাম, বাবার নাম স্কুলের নাম লিখছে সে।

বোর্ডে লিখতে কেমন লাগছে জানতে চাইলে মাহি আনন্দে চিৎকার করে বলে, ওয়াও, লিখতে খুবই মজা। পাশে দাঁড়িয়ে থাকা বাবার উদ্দেশে বলে, বাবা একটা কিনে দাও না!শিশুদের বিনোদন ওয়ালটনের ডিজিটাল টাচ বোর্ড-ছবি: দেলোয়ার হোসেন বাদলমেলায় আসা তামিম হাসান ডিজিটাল বোর্ড দেখে বলেন, পণ্যটি ভালোই। টিভি, নেট ব্র্যাউজিং, কম্পিউটারের সব কাজ করা যাবে। যাকে বলে 'অল ইন ওয়ান'। এছাড়া টাচ বোর্ডটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করলে শিশুদের পড়াশোনায় আগ্রহ বাড়বে।
 
ডিজিটাল টাচ বোর্ড স্মার্ট ও অ্যান্ড্রয়েটের কাজ করবে। অফিশিয়াল কাজেও এটি ব্যবহার করা যাবে। সেইসঙ্গে নেট ব্রাউজিং এবং গেম খেলা যাবে। মোবাইলে যা যা করা যায়, এতে সবই করা যাবে বলে জানান ওয়ালটনের কর্মকর্তারা।

বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নের কো-অর্ডিনেটর শাহ শহীদ চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল পণ্যের সঙ্গে পরিচিত করতেই মেলায় এ পণ্যের প্রদর্শনী চলছে। ডিজিটাল টাচ বোর্ড তাইওয়ানে ব্যবহার হয় বেশি। আমরা তার আদলেই বাংলাদেশে এই প্রথম পণ্যটি আনলাম। এ পণ্য সম্পূর্ণ বাংলাদেশেই তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমসি/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।