ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ঢাকার ৯০ শতাংশ বাস আইসারের’

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
‘ঢাকার ৯০ শতাংশ বাস আইসারের’ রাজধানী ঢাকায় চলাচলকারী বাসগুলোর প্রায় ৯০ ভাগ ভারতের আইসার কোম্পানির- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানী ঢাকায় চলাচলকারী বাসগুলোর প্রায় ৯০ ভাগ ভারতের আইসার কোম্পানির। তবে এসব বাসের বডি তৈরি হয় বাংলাদেশেই। ঢাকা শহরে চলাচলকারী নতুন সিটি বাসগুলোর মধ্যে প্রজাপতি, আকিক, ‍বিহঙ্গ, জাবালে নূর সবই আইসারের।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আই‌সি‌সি‌বি) তিন ‌দিনব্যা‌পি ইন্দো-বাংলা অটো‌ মো‌টিভ শো’তে অংশ নেওয়া আইসার কোম্পানি এই দাবি করেছে।

অটো‌মো‌টিভ শো আইসার বাংলাদেশের ডিলার ৠাংগস এর সেলস কমকর্তা আব্দুর রাহিম রিফাত বলেন, ঢাকায় চলা বেশিরভাগ গাড়ি আইসার কোম্পানির।

২০১৬ তে তারা বিক্রি করেছে এক হাজার বাস। এ বছর দেড় হাজার বাস বিক্রি হবে।

তিনি বলেন, গত ২৫ বছর ধরে বাংলাদেশে আইসার বাস চলে। তখন আইসার ক্যান্টার ছিলো তাদের নাম। এরপর ভলবো প্রযু্ক্তি ব্যবহার করে ভারত থেকে বাস আসতে থাকে। এটি তৈরিতে ব্যয় কম পড়ে।
রাজধানী ঢাকায় চলাচলকারী বাসগুলোর প্রায় ৯০ ভাগ ভারতের আইসার কোম্পানির- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তিনি জানান, এসব বাস  অনেক বেশি জ্বালানি সাশ্রয়ী। আর এ কারণেই সম্প্রতি ঢাকার রাস্তায় চালু হওয়া ভিআইপি, খাজাবাবা পরিবহন, বসুমতি পরিবহন, তেঁতুলিয়া পরিবহন, ভুইয়া পরিবহনসহ নতুন সিটিং বাসগুলো আইসার কোম্পানি থেকে নেওয়া হয়েছে।

গাবতলী, মিরপুর ও সায়দাবাদের বাস বডি বিল্লাডে আইসার বাসের বডি তৈরি হয়।

আইসার কোম্পানি থেকে কেনা প্রায় ৩০টি বাস দিয়ে শিগগিরই ঢাকা নারায়ণগঞ্জ রুটে নতুন বাস সার্ভিস শুরু হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
এসএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।