ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
বগুড়ায় স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধন স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধন / ছবি: আরিফ জাহান- বাংলানিউজ

বগুড়া: স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় বগুড়ায় দিনব্যাপী স্কুল ব্যাংকিং মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া কার্যালয়ের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মর্তুজা আলী।
 
এ সময় বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম, জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার ও বিভিন্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মেলা উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
এবারের মেলায় সরকারি-বেসরকারি মোট ৪৫টি ব্যাংক অংশ নিয়েছে বলে আয়োজক কমিটি থেকে জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৪, ২০১৭
এমবিএইচ/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।