ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০ প্রতিষ্ঠানকে এনবিআর’র সম্মাননা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৭
সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০ প্রতিষ্ঠানকে এনবিআর’র সম্মাননা  

ঢাকা: ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলা-২০১৭ এর সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর এনবিআর’র নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে সাইবার নিরাপত্তা কার্যক্রম সেমিনার শেষে গ্রুপগুলোকে এ সম্মাননা দেওয়া হয়।
 
জানা গেছে, এবারের মেলায় ৩৬ লাখ তিন হাজার ৮শ ৯৯ টাকা সর্বোচ্চ ভ্যাট পরিশোধ করে প্রথম স্থান অর্জন করেছে ওয়ালটন গ্রুপ।

ওয়ালটনের পক্ষ থেকে এ সম্মাননা নেন কোম্পানির কর্মকর্তা আবুল বাসার। দ্বিতীয় স্থানে থাকা ৠাংকস ইলেকট্রনিক্স ভ্যাট দিয়েছে ২৮ লাখ ৫১ হাজার ৫শ টাকা। ৠাংকসের পক্ষ থেকে এ সম্মাননা নেন কোম্পানির কর্মকর্তা এনায়েত মল্লিক।
 
তৃতীয় স্থান অর্জন করেছে হাতিল গ্রুপ। ভ্যাটের পরিমাণ ছিলো ২১ লাখ ৯৫ হাজার ২শ ৫৩ টাকা। হাতিলের পক্ষ থেকে এ সম্মাননা নেন কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান।  

এছাড়া ৪র্থ স্থানে রয়েছে সিপিবাংলাদেশ, ৫ম স্থানে সিঙ্গার বাংলাদেশ, ৬ষ্ঠ স্থানেনাদিয়া ফার্নিচার, ৭ম স্থানে আক্তার ফার্নিচার, ৮ম স্থানে ব্রাদার্স ফার্নিচার, ৯ম ফিট এলিগ্যান্স ও দশম স্থানে ডিউরেবল প্লাস্টিক কোম্পানিকে সম্মাননা দেওয়া হয়েছে।
 
এসময় সাইবার নিরাপত্তা কার্যক্রম সেমিনারে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক, বিশেষ অতিথি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৭
ওএফ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।