ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবৈধ প্রচারণায় বিএটিবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
অবৈধ প্রচারণায় বিএটিবি সিগারেটের অবৈধ বিজ্ঞাপন।

ঢাকা: সম্প্রতি বিভিন্ন ব্রান্ডের সিগারেটের শলাকাপ্রতি দাম সম্বলিত লিফলেটের মাধ্যমে আইন লংঘন করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। ‘ন্যায্যমূল্যে সিগারেট বিক্রি’ নামেও প্রচারণা চালাচ্ছে কোম্পানিটি।

আন্তর্জাতিক নারী দিবস (২০১৭) উপলক্ষে বিএটিবি প্রচারিত একটি ছবিতে এমন দৃশ্য দেখা গেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম ৥ প্রজ্ঞা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৩ অনুযায়ী, বিক্রয়স্থলে যে কোন উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ।

আইনের এ বিধান লঙ্ঘন করে এ ধরনের প্রচারণার জন্য অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লক্ষ টাকা অর্থ দণ্ড বা উভয়দণ্ডের বিধান রয়েছে। তামাকের প্রচারণা এবং আসন্ন বাজেটকে (২০১৭-১৮) প্রভাবিত করতেই বিএটিবি’র এই কূটকৌশল বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।