ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতের অভিযানে ১৭ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতের অভিযানে ১৭ মামলা

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে পরিচালিত অভিযানের প্রথম দিনে ১৭টি মামলা ও ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৫ মে) বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্য সংরক্ষণ ও পরিবহনে শতভাগ পাটের মোড়ক বা বস্তার ব্যবহার নিশ্চিতে পলিথিন ও প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে সোমবার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সাতটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। এতে ১৭টি মামলা ও ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। এ সময় পাট অধিদফতরের পরিচালক লোকমান আহমদ (যুগ্ম সচিব) উপস্থিত ছিলেন।

অভিযানকালে ব্যবসায়ীরা ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিসহ ১৭টি পণ্যে পাটের বস্তা ব্যবহারে তাদের সম্মতির কথা পুনঃব্যক্ত করেন।
 
ছয়টি পণ্য অর্থাৎ ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি বিক্রিতে পাটজাত মোড়কের ব্যবহার আগ থেকেই বাধ্যতামূলক ছিল। গত ২১ জানুয়ারি সেইসব পণ্যের সঙ্গে মিলিয়ে মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুড়াসহ মোট ১৭টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।