ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জেনেভা গেলেন বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
জেনেভা গেলেন বাণিজ্যমন্ত্রী

ঢাকা: জেনেভায় অনুষ্ঠেয় ‘৬ষ্ঠ গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড’ শীর্ষক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে সোমবার (১০ জুলাই) ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের আমন্ত্রণে তিনি এ সভায় যোগ দিচ্ছেন। ২০০৫ সালে বিশ্ব বণিজ্য সংস্থার হংকং মিনিস্টিরিয়াল কনফারেন্সে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য সক্ষমতা বাড়াতে এইড ফর ট্রেড কর্মসূচি নেওয়া হয়।

এ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। এ টাস্কফোর্সের সুপারিশে প্রতি দু’বছর অন্তর এইড ফর ট্রেড কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০০৭ সাল থেকে গ্লোবাল রিভিউ অব এইড ফর ট্রেড অনুষ্ঠিত হচ্ছে।

১১ থেকে ১৩ জুলাই এ কর্মসূচি চলবে। এবার সভার মূল প্রতিপাদ্য ‘প্রোমোটিং ট্রেড, ইক্লুসিভনেস অ্যান্ড কানেকটিভিটি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’। সভায় বিগত দিনে বাণিজ্য সহায়তামূলক কর্মসূচির কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে পরিবর্তিত কর্মপন্থা নির্ধারণ করা হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গ্লোবাল রিভিউ-এর হাই লেভেল সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এখানে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। এইড ফর ট্রেড ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: প্রোমোটিং কানেকটিভিটি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক রাউন্ড টেবিল সেশনে তিনি বক্তব্য রাখবেন।

পাশাপাশি বাণিজ্যমন্ত্রী বিশ্ব বণিজ্য সংস্থার মহাপরিচালক, আইটিসির মহাপরিচালক ও আংটার্ডের মহাপরিচালক, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী এবং বিশ্ব বাংকের সিনিয়র ডিরেক্টরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এতে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের আন্তর্জাতিক সহায়তা প্রাপ্তির পথ সুগম হবে।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শামীম আহসান, ইকোনমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুণ্ডু ও মিনিস্টার ট্রেড মোস্তফা আবীদ খান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন। ১৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রীর।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।