ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জুমের মরিচ ‘সুচ’, দাম-ঝাল দুই-ই বেশি

অপু দত্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
জুমের মরিচ ‘সুচ’, দাম-ঝাল দুই-ই বেশি সুঁচ মরিচ নিয়ে বসে আছেন দোকানি

খাগড়াছড়ি: এমনিতেই দেশব্যাপী পাহাড়ে উৎপাদিত প্রত্যেকটি কৃষিপণ্যের খ্যাতি রয়েছে। পাহাড়ের উর্বর মাটিতে চাষ হয় বলে কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না। এখানে উৎপাদিত কৃষি পণ্য স্থানীয়দের চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলেও।

পাহাড়ের অন্যসব কৃষি পণ্য স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশের অন্য প্রান্তে গেলেও জুম পাহাড়ের সুচ মরিচের বাজার ভিন্ন। যার ঝাল ও দাম দুটোই বেশি।

বাজারে এই মরিচ পর্যাপ্ত নয় বলে ব্যবসায়ীরা বাইরে থেকে মরিচ এনে স্থানীয়দের চাহিদা মিটিয়ে থাকেন।

বাজারে অন্যান্য কৃষি পণ্যের দাম ধরাছোঁয়ার মধ্যে থাকলেও সুচ মরিচের দামেও যেন অনেক ঝাল! এই মরিচের কেজি বিক্রি হয় ৪শ’ টাকায়। তবে সেই তুলনায় বাইরে থেকে আসা মরিচের দাম অনেকটাই কম। নওগাঁ ও লালমনিরহাট থেকে আসা বালুচরি মরিচ বিক্রি হয় কেজি প্রতি ১৩০ থেকে ১৪০ টাকা দরে।
খাগড়াছড়ির সুচ মরিচ
রাঙ্গামাটির সাজেক থেকে প্রায় ১৫ কেজি মরিচ নিয়ে এসেছেন সাথোয়াইপ্রু মারমা। তিনি জানান, এখন সুচ মরিচের উৎপাদন কম তাই দাম একটু বেশি। কিছুদিন পর মরিচের উৎপাদন বাড়লে দাম একটু কমবে। তবে তারপরও দাম অন্য মরিচের চেয়ে একটু বেশিই থাকবে।  

খাগড়াছড়ি শহরের মরিচ ব্যবসায়ী মো. আবু সৈয়দ। দীর্ঘ ৩০ বছর ধরে আছেন মরিচ ব্যবসায়। শুক্রবার (১১ আগস্ট) সকালে বাজারে আলাপকালে তিনি জানান, বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বাজারে সুচ মরিচ কেনার জন্য অনেক ঘুরেছি। কিন্তু পাইনি। তাই এখন বালুচরি মরিচ বিক্রি করছি। সুচ মরিচ সাইজে ছোট হলেও ঝাল অনেক। চাহিদা আছে। তবে দাম বেশি হওয়ায় চাহিদা মোতাবেক কিনতে পারেন না ক্রেতারা।

খাগড়াছড়িতে বৃহস্পতিবার বসে সাপ্তাহিক হাটবাজার। জেলার প্রত্যন্ত এলাকা থেকে ওই দিন কৃষক, জুমিয়ারা উৎপাদিত নানা কৃষি পণ্য নিয়ে বাজারে আসেন। তাই শুক্রবার বাজার থাকে ফাঁকা। তবে বৃষ্টিতে ভিজে বেশ কিছু ব্যবসায়ী মরিচ, ফল, বাঁশকোরলসহ বেশকিছু কৃষি পণ্য নিয়ে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।