ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
১০ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

ঢাকা: প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির প্রকল্পসহ ১০ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সব প্রকল্প সরকারি খাত থেকে মেটানো হবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।



তিনি বলেন, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পটি ৬ হাজার ৯২৩ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।