ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে তিনদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ঈদে তিনদিন বেনাপোল-পেট্রাপোল বন্দরে কার্যক্রম বন্ধ বেনাপোল স্থলবন্দর

বেনাপোল (যশোর): ঈদুল আজহা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সাথে টানা ৩ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ছুটি চলাকালে বন্দরে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) মো. রেজাউল করিম ঈদ ছুটি ও বাড়তি নিরাপত্তার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ০১ সেপ্টোম্বর থেকে ০৩ সেপ্টোম্বর সরকারি ছুটি ঘোষণা হয়েছে। ০৪ সেপ্টম্বর সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের বাণিজ্যিক লেনদেন শুরু হবে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ছুটির মধ্যে বন্দর ও এসব এলাকায় বাণিজ্যের সাথে জড়িত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশের নজরদারি থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বাংলানিউজকে জানান, এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ওই সময় স্বাভাবিক থাকবে।

 জানা যায়, চলতি মাসের ০১ আগস্ট থেকে এ পথে ভারতের সাথে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘণ্টা বাণিজ্য শুরু হয়েছে। এরপর থেকে বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্টে দুই দেশের প্রধান দুটি বাণিজ্যিক গেট এ পর্যন্ত বন্ধ হয়নি। সরকারের নির্দেশে এই গেট সবসময় খোলা রয়েছে। ব্যবসায়ীরা বাণিজ্যিক স্বার্থে এ ধরনের পদক্ষেপ বাংলাদেশ সরকারের বড় সফলতা বলে মনে করছেন।

বাংলাদেশ  সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।