ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার ও ব্যাংক পাড়ায় এখনো ঈদের আমেজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
পুঁজিবাজার ও ব্যাংক পাড়ায় এখনো ঈদের আমেজ পুঁজিবাজার ও ব্যাংক পাড়ায় এখনো ঈদের আমেজ, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদের ছুটি শেষে ব্যাংক ও পুঁজিবাজারে শুরু হয়েছে অফিসের কার্যক্রম।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রথম কার্যদিবসের কর্মকর্তা-কর্মচারীরাও অফিসে প্রথমে একে অপরের সঙ্গে ঈদের কুশলাদি বিনিময় ও কোলাকলি করেন।

আর এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অফিসের সবাই মিলে গ্রুপ ছবি তুলে রাখছেন।

আর এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও টুইটারে প্রকাশ করছেন।

একইদিন রাজধানীর ব্যাংকপাড়া বলে খ্যাত, মতিঝিলের সোনালী ব্যাংকের গিয়ে দেখা গেছে, গ্রাহক শূন্য ব্যাংক, এখানে কর্মকর্তাদের উপস্থিতিও কম। ফলে যে কয়জন এসেছেন তারা একজন অন্যজনের সঙ্গে ঈদের নামাজ, কোরবানি ও কোথায় কোথায় ঘুরতে গিয়েছেন এগুলো নিয়ে গল্পে করছেন।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২৫ মিনিট পর্যন্ত অর্থাৎ ১০ মিনিট ব্যাংকটির প্রথম তলায় অবস্থানের সময় মাত্র তিনজন গ্রাহক ব্যাংকে এসেছেন। এর মধ্যে দু'জন গ্রাহক ভ্রমণ টিকিটের জন্য টাকা জমা দেন।

নাম না প্রকাশের শর্তে সোনালী ব্যাংকে নগদ অর্থ সেবাদানের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সরকারি ছুটির পাশাপাশি অনেক কর্মকর্তারা অতিরিক্ত ছুটি নিয়েছেন। ফলে ব্যাংকে কর্মকর্তাদের উপস্থিতি কম।

তিনি আরও বলেন, ব্যাংক কর্মকর্তাদের দিয়ে কি হবে? গ্রাহক ওই তো নেই। এই সপ্তাহ পুরোটাই গ্রাহক কম হবে। আগামী সপ্তাহ থেকে পুরো দমে ভিড় হবে ব্যাংকে।

একই দৃশ্য দেখা গেছে বাংলাদেশ ব্যাংককে। এখানেও কর্মকর্তা-কর্মী ছাড়াও গ্রাহক ও বাইরের লোকজন দেখা যায়নি।

এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গিয়ে দেখা গেছে, স্টক এক্সচেঞ্জটি ফাঁকা, লোক শূন্য, এখানেও প্রতিষ্ঠানটির বেশ কিছু কর্মকর্তা ছুটিতে রয়েছেন।

যারা এসেছেন তারা, গল্পের ছলে ঈদ আনন্দ উপভোগের বর্ণনা দিচ্ছেন। আবার কেউ কেউ সেলফি তুলছেন।

ডিএসই ও ডিএসইএনেক্স ভাবনে ব্রোকারেজ হাউজগুলেতে দেখা গেছে, বিনিয়োগকারী শূন্য হাউজগুলো। ফলে ব্রোকারের হাউজের ট্রেডার এবং অফিসের অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

লঙ্কাবাংলা সিকিউরিটিজের কর্মকর্তা হাসিবুর রহমান বাংলানিউজকে বলেন, কোরবানি ঈদ সব ঢাকায় করি। আলহামদ্দুলিল্লাহ এবার ঈদ ভাল কেটেছে। তবে ঈদের ছুটি কম হয়েছে। তবে মার্কেট ভাল হওয়ায় ছুটি কম হওয়ার পরও গায়ে লাগছে না।

তিনি বলেন, অফিসে প্রথমে কলিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, এরপর কোলাকুলি গল্প-গুজব এবং সব কর্মকর্তা ও কর্মচারীরা মিলে ছবি তুলে দিনটি উদযাপন করে কাজ শুরু করেছি।

ব্রোকারেজ হাউজের কর্মকর্তরা বলেন, দিনে প্রথম দিকে বিনিয়োগকারীদের কোনো উপস্থিতি ছিলো না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাতে গোনা কয়েকজন বিনিয়োগকারী উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এমএফআই/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।