ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্লাস্টিকের ব্যাগে চাল আমদানি করা যাবে: বাণিজ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
প্লাস্টিকের ব্যাগে চাল আমদানি করা যাবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা: এখন থেকে প্লাস্টিকের ব্যাগে চাল আমদানি করা যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

চটের ব্যাগে চাল আমদানিতে প্রতি মেট্রিক টনে অতিরিক্ত ১২ ডলার ব্যয় হতো। প্লাস্টিকের ব্যাগে তা হবে না।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সাড়া দিয়ে এ কথা বলেন মন্ত্রী।

চালের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে খাদ্য মন্ত্রণালয়ে মিল মালিক, ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তোফায়েল আহমেদ।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর শুরু হওয়া বৈঠকটি এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিলো।

ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তিন মাস প্লাস্টিকের ব্যাগে চাল আনা যাবে। যে যেভাবে পারেন চাল আনেন, কেউ বাধা দেবে না।

আর প্লাস্টিকের ব্যাগে চাল আনলে কেজিপ্রতি ২ টাকা করে কমবে বলে বৈঠক সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।