ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ইকবাল গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ইকবাল গ্রেফতার 

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় কৃষি ব্যাংক কারওয়ানবাজার শাখার সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ইকবাল হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দদুক। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে দুদকের উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে দুদকের একটি টিম তার উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করে।  

গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

 

তিনি বলেন, পরস্পরের যোগসাজসে ভূয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ প্রদান ও আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।  

তিনি আরো বলেন, ইকবাল হোসেন মোল্লার বিরুদ্ধে ৪৯ কোটি ২৬ লাখ ২৪ হাজার ৯৭৫ টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করেছিলো দুদক।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এসজে/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।