ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

ঢাকা: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন মাশরাফি।

বিকাশের সঙ্গে এই যুক্ত হওয়া উপলক্ষে মাশরাফি বলেন, দেশের সাধারণ মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বিকাশের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।

বিকাশ শুধু মানুষের দৈনন্দিন বা জরুরি প্রয়োজনেই পাশে থাকছে তা নয় বরং স্বাস্থ্যসেবা এবং শিশু শিক্ষাক্ষেত্রে বিনিয়োগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিকাশ তার কাজের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ সংখ্যায় বিশ্বকে বদলে দেওয়া সেরা ৫০টি কোম্পানির মধ্যে ২৩তম স্থান করে নিয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই গর্বিত।

বিকাশের সঙ্গে যুক্ত হওয়ায় মাশরাফির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, মাশরাফি শুধু খেলার মাঠেই সফল নয়, বরং একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি লাখ লাখ বাংলাদেশিদের সামনে একজন আইকন। তার সততা, আবেগ, বিনয় এবং হার-না-মানা সংকল্প  দেশের সাধারণ জনগোষ্ঠীকে সহজ, দক্ষ এবং নিরাপদে মোবাইল আর্থিক সেবা দিতে বিকাশের প্রতিশ্রুতি ও মূল্যবোধের সঙ্গে চমৎকারভাবে মিলে যায়। আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে দেশের মানুষকে অনুপ্রাণিত করতে মাশরাফির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।

২০১১ সালে ব্র্যাক ব্যাংক, ইউএস ভিত্তিক মানি ইন মোশন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অন্তর্গত প্রতিষ্ঠান আইএফসি এবং বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।