ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা এখন ওমান-মালয়েশিয়ায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা এখন ওমান-মালয়েশিয়ায় পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা এখন ওমান-মালয়েশিয়ায়

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল, দেশের বিভিন্ন জেলা শহর, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরের পর মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক সৌন্দর্য্যমণ্ডিত দেশ ওমানে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা শুরু হতে যাচ্ছে।

মালয়েশিয়া প্রবাসীদের জন্য কুয়ালালামপুরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস অফিসে সাত দিনব্যাপী পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার আয়োজন করেছে ইউএস-বাংলা অ্যাসেটস। ফ্ল্যাট- ৩.০১ (৪র্থ তলা), নম্বর-২২, মেদান পাসার, কুয়ালালামপুর, মালয়শিয়ায় আগামী ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে।

 

একইসঙ্গে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৬ থেকে ১২ অক্টোবর ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেলস অফিসে এ মেলা অনুষ্ঠিত হবে। বাড়ি নম্বর-২০৬০ (নিচতলা), হামরিয়া স্কয়ার, রুই, পিসি ১১৪, মাতরাহ, সুলতানেট অব ওমান-এ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।  

কুয়ালালামপুর ও মাস্কাটে মেলা চলাকালীন ঢাকার উত্তরা ক্লাবে পূর্বাচল আমেরিকান সিটির মেলা চলবে আগামী ৭ ও ৮ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য খোলা থাকবে।

পূর্বাচল আমেরিকান সিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্ব। বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে আকর্ষণীয় মূল্যে বিভিন্ন সাইজের কিছু সংখ্যক বাণিজ্যিক ও আবাসিক রেডি প্লট এককালীন মূল্যে ও কিস্তিতে বরাদ্দ চলছে। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন ও হস্তান্তরের সুযোগ থাকছে।

মেলা উপলক্ষে কাঠাপ্রতি মাসিক কিস্তি সর্বনিম্ন ৭৪১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাউন্ডারি ওয়ালসহ আবাসিক/কমার্শিয়াল/হাসপাতাল/ ইনস্টিটিউশনাল/শপিং কমপ্লেক্স/কনভেনশন সেন্টার/ব্যাংক/করপোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য/কিস্তিতে বিক্রি হচ্ছে মেলায়।  

পূর্বাচল আমেরিকান সিটি, ইউএস-বাংলা অ্যাসেটস্ এর অন্যতম প্রকল্প। ইউএস-বাংলা গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা অ্যাসেটস্, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইউএসবি এক্সপ্রেস, ইউএস-বাংলা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসসহ নানাবিধ প্রতিষ্ঠান।

পূর্বাচল আমেরিকান সিটির যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা অ্যাসেটস্ এর করপোরেট অফিস-৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকায় যোগাযোগ করা যাবে।  

কুয়ালালামপুরে মেলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- (+৬০) ১৬৩৭৮৭৪০০, (+৬০) ১১৩৬২৫৫৫৮১, (+৮৮) ০১৭০৮৮১৩২৪৪, (+৮৮) ০১৭৫৫৫৫৫৫৩২।

ওমানের মেলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন- (+৯৬৮) ৯৯০৮৫৯৯৮, (+৯৬৮) ৯৯০৮১৭৯৩, (+৮৮) ০১৭০৮৮১৩২৪৩, (+৮৮) ০১৭০৮৮১৩২৪৫।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।