ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মরিচের ঝাল কমলেও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
মরিচের ঝাল কমলেও ঝাঁজ বেড়েছে পেঁয়াজের দিনাজপুরে মরিচের ঝাল কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ- ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে একদিনের ব্যবধানে কমেছে কাঁচা মরিচের ঝাল। গত ২৪ ঘণ্টার ব্যবধানে প্রতি কেজি মরিচে কমেছে ৩৫ টাকা। তবে বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের সর্ববৃহৎ খুচরা ও পাইকারি বাজার বাহাদুর বাজার ঘুরে দেখা যায়, পাইকারি দরে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা। যা বৃহস্পতিবার (৫ অক্টোবর) পাইকারি প্রতি কেজি বিক্রি হয়েছে ১৭০ টাকা থেকে ১৭৫ টাকা।

আগের দিনের তুলনায় শুক্রবার মরিচের দাম গড়ে ৩৫ টাকা কমেছে। পাইকারি বাজারে মরিচের দাম কমলেও খুচরা বাজারে এখনো বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকা দরেই।
দিনাজপুরে মরিচের ঝাল কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ- ছবি: বাংলানিউজ
দিনাজপুর বাহাদুর বাজারের পাইকারি কাচামাল আড়ৎদার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দেশের উত্তর অঞ্চলে বন্যার কারণে মরিচ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে দেশীয় মরিচের এখনও সংকট রয়েছে। বৃহস্প্রতিবার ভারত থেকে কাচা মরিচ আসা শুরু হয়েছে। যে কারণেই পরদিন অর্থাৎ শুক্রবার মরিচের দাম কিছুটা কমেছে। আমদানি চালু থাকলে মরিচের দাম আরও কমবে।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি মরিচে প্রকারভেদে কমেছে ৩৫ টাকা। অপরদিকে সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজে বেড়েছে ৬ টাকা ও দেশি পেঁয়াজে বেড়েছে ৪ টাকা।
দিনাজপুরে মরিচের ঝাল কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ- ছবি: বাংলানিউজ
তিনি বলেন, গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ টাকা করে। যা আজ (শুক্রবার) বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকা। এছাড়া দেশি পেঁয়াজ ছিলো ৩৬ থেকে ৩৮ টাকার মধ্যে যা বেড়ে ৪০ থেকে ৪২ টাকা প্রতি কেজিতে দাঁড়িয়েছে।

একই বাজারের খুচরা বিক্রেতা মো. জামাল হোসেন বাংলানিউজকে বরেন, বৃহস্পতিবার খুচরা বাজারে কাচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা দরে। আজও (শুক্রবার) একই দামে বিক্রি হচ্ছে।  

তবে আজকের পাইকারি বাজারের মাল খুচরা বাজারে আসলে দাম কমে আসবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।