ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ওয়াটার এক্সপো’তে ব্যাপক সাড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
‘ওয়াটার এক্সপো’তে ব্যাপক সাড়া ওয়াটার এক্সপোতে প্রদর্শন করা হচ্ছে পানি পরিশোধনের বিভিন্ন যন্ত্র; ছবি- শাকিল

ঢাকা: পানি দূষণ রোধ এবং শিল্পখাতে নিরাপদ পানি সরবরাহের জন্য দেশে প্রথমবারের মতো আয়োজন করা ‘ওয়াটার এক্সপো’তে ব্যাপক সাড়া মিলেছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান উদ্যোক্তা ও মালিকরা পানি দূষণ রোধে নতুন এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন।

শনিবার (৭ অক্টোবর) এক্সপোর আয়োজনের দ্বিতীয় দিনেও ভিড় ছিলো শিল্প কারখানার উদ্যোক্তাদের। ওয়াটার টুডে প্রাইভেট লিমিটেড ও ই-থ্রি সলিউশনের যৌথ আয়োজনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীটি চলছে।

শেষ হবে রোববার সন্ধ্যায়।

আয়োজকদের একজন ‘এড্রয়েট এনভায়রনমেন্ট কনসালটেন্ট’-এর চিফ অপারেটিং অফিসার জাহেদুর রহমান বলেন, ‘বাংলাদেশে ওয়াটার ট্রিটমেন্ট বিষয়টা নতুন। এর প্রচুর চাহিদা রয়েছে। কেননা ভূগর্ভ থেকে পানি তোলার কারণে ওয়াটার লেভেল অনেক নিচে নেমে যাচ্ছে। আবার ব্যবহার করা পানি ছড়িয়ে পড়ে দূষিত হচ্ছে। ’

তিনি বলেন, ধরেন শিল্প কারখানার মালিক একটা স্ট্যান্ডার্ড টেকনোলজি চাচ্ছেন। যে টেকনোলজি পানির দূষণ রোধ করতে পারে। একই পানি ব্যবহারের পর তা আবার ব্যবহার উপযোগী করার প্রযু্ক্তি খুঁজছেন, এসব প্রযুক্তি নিয়েই ঢাকায় বসেছে এই এক্সপো।

এখানে বাংলাদেশ ভারত চীন থাইল্যান্ডের ৭৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানান, এড্রয়েট এনভায়রনমেন্ট কনসালটেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টর ড. নাসির উদ্দিন খান।

বাংলানিউজকে তিনি আরও বলেন, ‘এখন থেকে প্রতি বছর এ আয়োজন হবে। ইটিপি’র ওপর যত ধরণের টেকনোলজি আছে তা এখানে উঠেছে। গার্মেন্টস, ফুডস সহ বিভিন্ন শিল্পকারখানা যাদের আছে তারাই এখানে আসছেন। কারণ তাদের কারখানায় প্রতিনিয়ত প্রচুর পরিমাণে পানি দরকার পড়ে’।

এক্সপোতে অংশ নেয়া একটি প্রতিষ্ঠান গ্রীণডট লিমিটেড ঘুরে দেখা গেছে, পানি পরিশোধনের বিভিন্ন প্রযুক্তির ২৮টি মডেল তারা প্রদশন করছেন। এগুলোর দাম ২৫শ’ থেকে ৭২ হাজার টাকা পযন্ত।

প্রতিষ্ঠানটির একজন ডিরেক্টর মো আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, শিল্প কারখানা ও বাসাবাড়ির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তারা সরবরাহ করেন। ‘জিরো লিকুইড ডিসচার্জ’ প্রযুক্তির সবচেয়ে অত্যাধুনিক মেশিন তারা নিয়ে এসেছেন।

এ প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ময়লা পানি পরিষ্কার করে বিশুদ্ধ খাবার পানি বের হয়। এই অত্যাধুনিক প্রযুক্তি দেশে এখন পর্যন্ত আর কারও নেই’ যোগ করেন আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১৭
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।