ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে উদ্বোধনী দিনে ২ কোটি ৩০ লাখ টাকার কর আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
সিলেটে উদ্বোধনী দিনে ২ কোটি ৩০ লাখ টাকার কর আদায় সিলেটে উদ্বোধন হচ্ছে আয়কর মেলা

সিলেট: সিলেটে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী দিনে ২ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৪৫৩ টাকা কর আদায় হয়েছে। উদ্বোধনী দিনে সেবা নিয়েছেন ৯৪৩ জন এবং ৫০ জনকে নতুন ইটিআইএন প্রদান করা হয়েছে। সিলেট কর অঞ্চল সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ১০টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান আহমদ।

সিলেট কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহান আনোয়ার, কাস্টমস কমিশনার শফিকুর রহমান, উপ-পুলিশ কমিশনার ফয়ছল মাহমুদ, অতিরিক্ত কাস্টমস কমিশনার মিয়াজুর রহমান, অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলাম, সিলেট চেম্বারের সভাপতি সিপার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের প্রথম সহ সভাপতি হাসিন আহমদ, সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।

উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক করদাতার উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে কর মেলা। অনুষ্ঠানের প্রধান অতিথি করজাল সম্প্রসারণ করে রাজস্ব আহরণের মাধ্যমে জাতীয় উন্নয়নকে বেগবান করতে সকলের প্রতি আহ্বান জানান।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, এবার মেলায় নতুন আকর্ষণ সেলফি কর্ণার। "আমি একজন গর্বিত করদাতা" স্লোগানে সেলফি কর্ণারে সেলফি তুলবেন আগন্তকরা। সেই সঙ্গে মেলায় অভ্যর্থনা ডেস্কে থাকবে প্লেট ভর্তি চকলেট। সেবা গ্রহীতারা নিজের ইচ্ছামতো প্লেট থেকে চকলেট নিতে পারবেন।

নভেম্বর পর্যন্ত মেলায় ২শ' কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে সিলেট কর অঞ্চল। মেলা থেকে ৪৭ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বলেন তিনি।

উপ কর কমিশনার কাজল কুমার সিংহ বাংলানিউজকে বলেন, আয়কর মেলায় এবার ১৮টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে রিটার্ন গ্রহণের বুথ রয়েছে ৭টি। এছাড়া সোনালী ও জনতা ব্যাংক, কাস্টমস, সঞ্চয়ী হিসাব ও আয়কর আইনজীবীর বুথ রয়েছে একটি করে।

কর কমিশনার কর্ণার ছাড়াও রয়েছে কন্ট্রোল রুম, অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, দু'টি ইটিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন কেন্দ্র। এছাড়া একটি মিডিয়া বুথ করা হয়েছে। যেখানে বসে সাংবাদিকরা মেলার সংবাদ সংগ্রহ ও পেশাগত কাজ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।