ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চারমাসে ২৩ হাজার ৮৩৫ কোটি টাকার এডিপি বাস্তবায়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
চারমাসে ২৩ হাজার ৮৩৫ কোটি টাকার এডিপি বাস্তবায়ন

ঢাকা: ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এডিপি বাস্তবায়ন হয়েছে ২৩ হাজার ৮৩৫ কোটি টাকার বা প্রায় ১৪ দশমিক ৫৩ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৬ শতাংশ।

মঙ্গলবার (০৭ নভেম্বর) শেরে-বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেয়া এডিপি বাস্তবায়ন তথ্য তুলে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
  
আইএমইডি’র দেয়া তথ্যে দেখা গেছে,  চলতি অর্থবছরের চারমাসে ২৩ হাজার ৮৩৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট এডিপির ১৪ দশমিক ৫৩ শতাংশ।

এর আগের অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১৬ হাজার ৭৭২ কোটি টাকা, যা ছিল মোট এডিপির ১৩ দশমিক ৬ শতাংশ।
 
পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের এডিপি বাস্তবায়ন হার অনেক ভালো। সামনে আরও বাড়বে। এখন আমাদের এডিপি’র আকার অনেক বেড়েছে। এর সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হারও বাড়ছে।
 
তিনি আরও বলেন, এডিপি বাস্তবায়ন হার বাড়াতে আমরা নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। আগে একজন পিডি (প্রকল্প পরিচালক) একাধিক প্রকল্প বাস্তবায়ন করতো। এখন থেকে একজন পিডি একটি প্রকল্পের দায়িত্বে থাকবেন। এতে করে সামনে এডিপি বাস্তবায়ন আরও বাড়বে। এখন আমরা প্রকল্প বাস্তবায়ন বৈদেশিক ঋণে নির্ভরশীল না। আমরা দেশীয় অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারি। ’
 
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।