শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় রাজস্ব ভবনের সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে র্যালী উদ্বোধনকালে তিনি একথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ১৮২টি দেশে কাস্টমস দিবস পালন করা হচ্ছে।
তিনি বলেন, অভ্যন্তরীণ সম্পদ সংরক্ষণে কাস্টমসের ভূমিকা ব্যাপক। কাস্টমস সব সময় দেশের সম্পদ রক্ষায় ও দেশের উন্নয়ন কাজে নিয়োজিত রয়েছে। দেশ উন্নত হচ্ছে পাশাপাশি রাজস্ব আহরণও বাড়ছে। আমরা চেষ্টা করছি মানুষকে সেবা দিতে। শুধু তাই নয়, এক সময় মানুষ এনবিআরকে ভয় পেতো সেই ধারণা এখন পরিবর্তন হয়েছে।
র্যালী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, আফজাল হোসেন, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, কণ্ঠশিল্পী ফেরদৌস আরাসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এসজে/জিপি