ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পথশিশুদের পাশে দাঁড়ালেন নোভারটিস কর্মীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
পথশিশুদের পাশে দাঁড়ালেন নোভারটিস কর্মীরা নোভারটিস বাংলাদেশের ২২তম ‘কমিউনিটি পার্টনারশিপ ডে’

ঢাকা: রাজধানীর পথশিশুদের কল্যাণে নিজেদের একদিনের কর্মঘণ্টা ব্যয় করলেন নোভারটিস বাংলাদেশের ১২০ জন কর্মী। 

রোববার (২২ এপ্রিল)  নোভারটিস বাংলাদেশের ২২তম ‘কমিউনিটি পার্টনারশিপ ডে’ উপলক্ষে এ উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির কর্মীরা।   

নোভারটিস বাংলাদেশ এ বছর স্বেচ্ছাসেবীসংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সঙ্গে কমিউনিটি পার্টনারশিপ ডে উদযাপন করে।

 এ সংস্থাটি সমাজের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আশ্রয়হীন শিশুদের শিক্ষা, আশ্রয় এবং ক্ষমতায়নের জন্য কাজ করে।  

নোভারটিসের কর্মীরা এসময় পথশিশুদের জন্য রান্না করা খাবার পরিবেশন করেন এবং খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে  তাদের  সচেতন হওয়ার পরামর্শ দেন।    

নোভার্টিস বাংলাদেশের কান্ট্রি প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক  শেখ নাহার মাহমুদ বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করা এবং  তাদের প্রতি সামর্থবানদের এগিয়ে আসার ক্ষেত্রে এই আয়োজনটি সবার কাছে অনুকরণীয় হবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।