তবে ডিলাররা এখনও পণ্য সরবারহ না করায় রোববার (মে ০৬) সকাল থেকে টিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হয়।
টিসিবির আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, সাশ্রয়ীমূল্যে গুনগত মানসম্মত পণ্য সরবারহ করা হয়েছে।
রোববারে বরিশালের টিসিবির নিয়োগ দেওয়া ডিলারদের এ পণ্য বিক্রির কথা ছিলো। তবে বরিশাল নগরের ৩৯ জনসহ বিভাগে মোট ১২৩ জন ডিলার দাম বেশির অজুহাতে এখন পর্যন্ত কেউ পণ্য বিক্রি করতে রাজি হয়নি।
টিসিবি বরিশালেল অফিস প্রধান হাওলাদার মাসুম বাংলানিউজকে জানান, ‘সকাল থেকে বরিশালের একটি স্পর্টে টিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হয়েছে। ডিলাররা লাভ-লোকসানের হিসেব করে এখনো কেউ পণ্য সরবারহ করেনি। তাদের বারবার বলেও কোনো কাজ হয়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে০৬, ২০১৮
এমএস/এএটি