এপেক্স আউটলেটের পুনঃউদ্বোধন
ঢাকা: ঈদে মানসম্পন্ন ও সর্বোচ্চ গ্রাহকসেবা দিতে যমুনা ফিউচার পার্কের আউটলেটটি পুনঃউদ্বোধন করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এছাড়াও সারাদেশে নতুন করে আরও ৩৭টি আউটলেট উদ্বোধন করে এ ফুটওয়্যার প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং শপিং অভিজ্ঞতাকে আরও উন্নত করার চিন্তা মাথায় রেখে ডিজাইন করে আউটলেটগুলোর উদ্বোধন করা হয়।
বুধবার (৩০ মে) প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ১৪ হাজার বর্গফুটের বড় পরিসরে সজ্জিত ফিউচার পার্কের আউটলেটটিতে থাকছে এপেক্সের বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় জুতা, স্যান্ডেল এবং অ্যাক্সেসরিজের সমারোহ।
ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদা ও রুচিকে মাথায় রেখে এপেক্সের রয়েছে ৯টি ইন-হাউস ব্র্যান্ডস ও একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। যা হলো- ভেন্চুরিনি, এপেক্স, স্প্রিন্ট, ম্যাভেরিক, মুচি, নিনো রসি, স্যান্ড্রা রোসা, টুইঙ্কলার, স্কুলস্মার্ট এবং ডক্টর মক।
আউটলেটগুলো উদ্বোধন করেন এপেক্সের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ এক্সিকিউটিভ অফিসার রাজন পিল্লাই, চিফ অপারেটিং অফিসার সুদর্শন রেড্ডি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ৩০, ২০১৮
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।