ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নিল মেনজিস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জুন ৫, ২০১৮
শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নিল মেনজিস নিল মেনজিস। 

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন নিল মেনজিস। 

রোববার (৩ জুন) তিনি শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নিল এর আগে শেভরনের ইউরেশিয়ান বিজনে ইউনিটের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

 

শেভরন বাংলাদেশের একটি অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রাকৃতিক গ্যাস উত্তোলন ছাড়াও এদেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অর্থনীতি খাতে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।

শেভরন বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট কেভিন লিওনের স্থলাভিষিক্ত হয়েছেন নিল। কেভন ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে এই পদে নিযুক্ত ছিলেন। তাকে বর্তমানে শেভরনের ইউরেশিয়ে বিজনেস ইউনিটের স্পেশাল অ্যাডাভাইজার নিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।