রাজধানীর রামপুরা এলাকার হাজীপাড়ায় সোমবার (৪ জুন) জুতোর এ ব্র্যান্ডটির শোরুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউএস-বাংলা ফুটওয়্যায় লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আল মোসাদ্দেক।
এ সময় তিনি বলেন, যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের চাহিদা এবং রুচিশীলতার কথা বিবেচনায় রেখে ভাইব্রেন্ট প্রাথমিকভাবে প্রায় ৭০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ,নারী ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শোরুমগুলোতে।
‘ভাইব্রেন্ট প্রেডাক্টের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা দেয়ার প্রতিজ্ঞা নিয়ে আত্মপ্রকাশ করেছে। ভাইব্রেন্টের প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি। এখানে কোনো প্রকার পিগ-স্কিন ব্যবহার করা হয় না। ’
কোম্পানির সিইও জানান, শিগগির ঢাকার বাইরে চট্টগ্রামের হালিশহরে ভাইব্রেন্টের শোরুমের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সে সঙ্গে সারাদেশের ৬৪টি জেলা শহরে ধারাবাহিকভাবে ব্র্যান্ডটির শোরুম খোলা হবে।
পরিকল্পনার কথা তুলে ধরে আবদুল্লাহ আল মোসাদ্দেক বলেন, ২০১৮ সালের মধ্যে প্রায় ১০টি আউটলেটে এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি আউটলেটেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। শিগগিরই অনলাইনের মাধ্যমেও ভাইব্রেন্টের সব পণ্য গ্রাহক সেবায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
উদ্বোধনী অফার হিসেবে সব পণ্যের উপর ১৫ শতাংশ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
ভাইব্রেন্টের রামপুরা শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
পিআর/আরবি/