মঙ্গলবার (০৫ জুন) বিকাশের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে চলা হয়েছে, চুক্তিতে সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তি হস্তান্তর করেন।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিজুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার প্রকল্প এটুআই এবং মহা হিসাব নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ উভয় কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, বিকাশ গ্রাহক কোনো ধরনের বাড়তি খরচ ছাড়াই নিজের অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন এবং ন্যাশনাল আইডি কার্ডের ফি ই-চালানের মাধ্যমে পরিশোধ করতে পারবে।
তথ্য প্রদানের মাধ্যমে নির্দিষ্ট ফরম অনলাইনে পূরণ করার পর সোনালী ব্যাংকের ই-চালান গেটওয়ে দিয়ে ‘পরিশোধের পদ্ধতি’ অংশে গিয়ে ‘অনলাইন পরিশোধ’ অপশনটি নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্ট থেকে অর্থ ট্রান্সফারের মাধ্যমে চালানের অর্থ জমা দেওয়া যাবে।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল বলেন, সাধারণ মানুষের চালানের ফি প্রদানের ঝামেলা কমাতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এখন আর তাদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। ব্যাংকের কোন শাখায় না গিয়েই এখন তারা নিজেদের বিকাশ একাউন্টের সাহায্যে সোনালী ব্যাংকের মাধ্যমে ই-চালানের ফি পরিশোধ করতে পারবে।
বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ই-চালানের মাধ্যমে ছোট অংকের সরকারি অর্থগুলো বিকাশের মাধ্যমে পরিশোধের যে সুযোগ তা মূল ব্যাংকিং সেবার সম্পূরক হিসেবে কাজ করবে।
এ উদ্যোগে সহযোগিতা করায় এটুআই ও অর্থ মন্ত্রাণালয়কে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এসই/এমএ