সংসদ নির্বাচনে না গেলেও চলে যাওয়ার আগে ব্যাংকিং খাতসহ আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রস্তাবনা প্রতিবেদন রেখে যাবেন বলে জানিয়েছেন সরকারের এই অর্থমন্ত্রী।
বুধবার (২৪ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, এ মাসেই বোধ হয় নির্বাচনকালীন সরকার হবে।
নির্বাচনকালীন সরকারে থাকবেন কিনা- প্রশ্নে বলেন, হ্যাঁ।
জাতীয় সংসদের শেষ অধিবেশনে মঙ্গলবার (২৩ অক্টোবর) মুহিত জানিয়েছেন, তিনি আর নির্বোচনে আসবেন না।
তবে যাওয়ার আগে আর্থিক খাত নিয়ে প্রস্তাবনা-প্রতিবেদন দিয়ে যাবেন প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব মুহিত।
আর্থিক খাত নিয়ে প্রস্তাবনা নিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাউ ইট শুড বি রিফর্ম?
এটা কোনটা- প্রশ্নে মন্ত্রী বলেন, প্রাইমারিলি ব্যাংকিং, বাট নট অনলি ব্যাংকিং। অল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন।
ব্যাংকিং খাত কেমন আছে- ব্যাংকিং খাত খুব বেশি বড় হয়ে গেছে। ঠু মেনি ব্যাংকস। ঠু মেনি ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস।
ব্যাংকিং খাত নিয়ে কী পরামর্শ থাকবে- প্রশ্নে মুহিত বলেন, আই ডন্ট নো, উই উইল সি। আমি এখনও তৈরি করিনি।
প্রতিবেদনটা সাংবাদিকদের দেওয়া হবে বলে জানান মুহিত।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমআইএইচ/এএ