বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড-সেমস গ্লোবাল বাংলাদেশ আয়োজিত ‘পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী বিকল্প নির্মাণ উপকরণ সামগ্রী’ নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিল্পমন্ত্রী।
আমির হোসেন আমু বলেন, সরকার সব সময় রফতানিমুখী শিল্পকে মূল্যায়ণ করে আসছে।
তিনি আরও বলেন, আমাদের শিল্প ব্যবস্থাপনায় গুনগত পরিবর্তন এসেছে। উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি এ খাতে অর্থনেতিক প্রবৃদ্ধিও বেড়েছে। ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরে এর পরিমাণ ছিলো ৭ দশমিক ১১ শতাংশ।
বাংলাদেশ, জাপান, যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ মোট ১৯টি দেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক এ প্রদর্শনীতে থাকছে বিদ্যুৎ উৎপাদন ও উপকরণ, সৌর বিদ্যুৎ, জ্বালানি, আলোকসজ্জা, নবায়ণযোগ্য জ্বালানি, নির্মাণ সামগ্রী, নির্মাণকৌশল যন্ত্রাংশ।
মোট ২২০টি প্রতিষ্ঠানের ৪৮০টি স্টল এ প্রদর্শনীর অংশ নিয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সাইকা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, সেমস গ্লোবাল বাংলাদেশের সভাপতি মেহেরুন এন ইসলাম ও ম্যাক্স গ্রুপের নির্বাহী পরিচালক কাজী আমিনুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ইএআর/ওএইচ/