তবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে উপ ব্যবস্থাপনা পরিচালক বা সমমর্যাদার কর্মকর্তা এবং বিশেষজ্ঞ হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ শাখা ও প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের (ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থেকে উপ ব্যবস্থাপনা পরিচালক বা সমমর্যাদার কর্মকর্তা এবং বিশেষজ্ঞ হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বাদে) তিন বছর পর পর বদলির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর একবার নিরবচ্ছিন্নভাবে ১০ দিনের বাধ্যতামূলক ছুটি দিতে হবে।
তবে সরকারি বা ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে শ্রান্তি বিনোদন ছুটি কার্যকর রয়েছে এমন ব্যাংকের শাখার কোনো কর্মকর্তা-কর্মচারী যে বছর ওই ছবি নেবেন, সে বছর তিনি বাধ্যতামূলক এ ১০ দিনের ছুটি পাবেন না।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসই/টিএ