ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যমেলায় মিনি প্যাভিলিয়নে দ্বিতীয় স্থানে ও-কোড

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বাণিজ্যমেলায় মিনি প্যাভিলিয়নে দ্বিতীয় স্থানে ও-কোড পুরস্কার নিচ্ছেন ফ্যাশন ব্র্যান্ড ও-কোডের এক কর্মকর্তা, ছবি: সংগৃহীত

ঢাকা: ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৯ এ সেরা সাধারণ মিনি প্যাভিলিয়ন প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার এনার্জিপ্যাকের ফ্যাশন ব্র্যান্ড ও-কোড।

ইতোমধ্যে ফ্যাশন জগতে আলোড়ন তৈরি করেছে এনার্জিপ্যাকের আওতাভুক্ত তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ও-কোড।

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৫ নম্বর জেনারেল মিনি প্যাভিলিয়ন সেজেছিল ও-কোড’য়ের হালফ্যাশনের নতুন পোশাক দিয়ে।

মেলায় প্রধান আকর্ষণ ছিল ‘ফ্রেশ ফ্রম ফ্যাক্টরি’।

এ নিয়ে ও-কোডের বিপণন অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের শাহরিয়ার রেজা বলেন, ‘ব্র্যান্ড জগতে আইকন হবার প্রত্যয় নিয়ে ২০১৩ সালের ১ আগস্ট যাত্রা শুরু করে ও-কোড। বিশ্বমানের ডিজাইন আর বাছাই করা কাপড়ের তৈরি পোশাকের সম্ভার রয়েছে এবারের মেলায়। আমরা আমাদের ফ্যাক্টরিতে কাপড় তৈরি করি বিধায় কাপড়ের গুনগত মান রক্ষা করতে পারছি।

ও-কোডের ফ্যাশন হাউজে রয়েছে ফরমাল, ক্যাজুয়েল এবং পার্টিতে পরার উপযোগী পোশাক। ফরমাল ক্যাটাগরিতে আছে নারী-পুরুষের কমপ্লিট স্যুট, ব্লেজার, র্শাট, ওয়েস্ট কোট, চিনো, র্স্কাট, জ্যাকেট ও পাঞ্জাবি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।