সম্প্রতি রাজধানীতে প্রবাসী ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি বলেন, দেশি-বিদেশি ও প্রবাসী ব্যবসায়ীদের মাঝে যোগসূত্র তৈরির লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে দু’দিনের গ্লোবাল বিজনেস সামিট।
তিনি আরও বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিদেশি ও প্রবাসীরা যেমন বাংলাদেশের বিনিয়োগ সুবিধাগুলো জানবেন, তেমনি আমরাও বিশ্বের আধুনিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে পরিচিত হতে পারবো।
‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এতে কী নোট বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র ফেলো ড. নাজনীন আহমেদ।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের মহাসড়কে যোগ দেওয়ার জন্য সকলকে সুযোগ করে দিয়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, এখন সময় আমাদের সকলের। আসুন, আমরা সবাই সরকারের উন্নয়নে যার যার অবস্থান থেকে অংশগ্রহণ করি। আর সরকারও বিনিয়োগকারীদের সব সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত।
এসময় ড. নাজনীন আহমেদ ব্যাখ্যা করেন কীভাবে প্রবাসীরা বাংলাদেশে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এদেশের জনমানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনেকেই স্বাস্থ্য ও কৃষিখাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
টিএ