ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে বিএসটিআই সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: শুধু দেশীয় বাজারের জন্য নয়, আন্তর্জাতিক বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে পণ্য উৎপাদন করতে হবে বলে জানিয়েছেন শিল্পসচিব মো. আবদুল হালিম। তিনি বলেন, আন্তর্জাতিকমানের পণ্য উৎপাদন ছাড়া বাংলাদেশের পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে মানসম্পন্ন পণ্য উৎপাদনের বিকল্প নেই।

রোববার (০৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সভাকক্ষে ‘জাতীয় গুণগত মাননীতি বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা প্রকল্পের সচেতনকরণ’ (বিএনকিউটিআরসি) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মানসংস্থা।

ভোক্তারা যাতে বিএসটিআই’র মানচিহ্নের প্রতি আস্থা অর্জন করতে পারেন বিএসটিআইকে সে লক্ষ্যে কাজ করতে হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (ব্যাব) মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান ও বিএনকিউটিআরসি’র প্রকল্প পরিচালক ডা. মো. আখতারুজ্জামান। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, সার্টিফিকেশন বডি, চেম্বার, ব্যবসায়ী চেম্বার, অ্যাসোসিয়েশন ও কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।