রোববার (০৭ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সভাকক্ষে ‘জাতীয় গুণগত মাননীতি বাস্তবায়ন এবং বাংলাদেশ জাতীয় গুণগতমান ও কারিগরি নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা প্রকল্পের সচেতনকরণ’ (বিএনকিউটিআরসি) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মানসংস্থা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (ব্যাব) মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-প্রধান ও বিএনকিউটিআরসি’র প্রকল্প পরিচালক ডা. মো. আখতারুজ্জামান। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, সার্টিফিকেশন বডি, চেম্বার, ব্যবসায়ী চেম্বার, অ্যাসোসিয়েশন ও কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসএমএকে/জেডএস