শনিবার (১১ মে) বিকেলে ময়মনসিংহ নগরীর সোহাগ পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ মাহফিলে প্রায় তিন শতাধিক রিটেইলার, ইঞ্জিনিয়ার ও ঠিকাদার অংশ নেন।
মেসার্স নিউ আন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ঢাকার এজিএম মো. পলাশ আকতার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেসার্স নিউ মোখলেস ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. আব্দুর রউফ, মেসার্স হায়দার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. হায়দার আলীসহ অন্য ডিস্ট্রিবিউটররা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণগতমান ও সুলভ মূল্যের কারণে বসুন্ধরা সিমেন্ট এখন স্থাপনা নির্মাণে আস্থার প্রতীক হয়ে উঠেছে। এর পেছনে রিটেইলার, ইঞ্জিনিয়ার ও গ্রাহকদের বড় অবদান রয়েছে। তাদের সঙ্গে বসুন্ধরা পরিবারের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ মিলনমেলা।
এ উদ্যোগ বসুন্ধরা সিমেন্টকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মে ১১, ২০১৯
এমএএএম/একে