ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ

ঢাকা: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান পদে মুফতি ড. মুহাম্মদ আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন ও সেক্রেটারি জেনারেল পদে মো. আবদুল্লাহ্ শরীফ ২০১৯-২০২৩ মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের জেনারেল সেক্রেটারিয়েটে কাকরাইলেরর ওরিয়েন্টাল ট্রেড সেন্টারের কার্যালয়ে রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  

এতে বোর্ডের ২১টি সদস্য ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরী’আহ সুপারভাইজরি কমিটি-শরী’আহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য সচিব-সচিবরা ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।  

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান রূমি এ হোসেন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব-উল-আলম।

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের মহা ব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল সরকার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।